দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি মনোনিত হয়েছেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক মো. আবু নসর।
রবিবার (৩০ জানুয়ারী) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যনের নির্দেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
নতুন সভাপতি প্রফেসর মো. আবু নসর সহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব পদাধিকার বলে মাদ্রাসা সুপার মাওলানা আবুল খায়ের, অভিভাবক সদস্য মো. আব্দুল হান্নান ও সাধারণ শিক্ষক সদস্য আসমা খাতুন।
মনোনিত আহবায়ক কমিটির সভাপতি সহ সকল সম্মানিত সদস্যদেরকে স্থানীয় জনপ্রতিনিধি সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও অভিভাবরা শুভেচ্ছান্তে অভিনন্দন জানিয়েছেন।