দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকীতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারী আইসিটি প্রোগ্রামর মোতাহার হোসেন,উপজেলা আ’এীগে সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
উল্লেখ্য, শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। অনুরুপভাবে সাতক্ষীরা জেলা পর্যায়ে শিশুদের রচনা প্রতিযোগীতায় খ বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী লাবণ্য রহমান লামিয়াকে সনদ পত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে।