দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় নতুন এমপিও ভুক্ত শাকদাহ বালিক বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১(তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে, তিনি নারী শিক্ষার প্রসার ঘটাতে বর্তমান সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শাকদাহ বালিকা বিদ্যালয়কে নতুন এমপিও ভূক্তির তালিকায় স্থান পাওয়ায় মাননীয়া শিক্ষামন্ত্রী সহ মন্ত্রাণালয়ের সকলকে ধন্যবাদ জানান।
আগামী দিন নারীরা সু – শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, সাবেক উপজেলা আ’লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
শাকদাহ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আসলামুল আলম আসলাম, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, যুবলীগ নেতা ইউপি সদস্য ফরিদুজ্জামান খান, ইব্রাহীম হোসেন সহ অভিভাবক, সূধি ও ছাত্রীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালযের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।