দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ায় শারদীয়া দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) আল আমীন, থানার অফিসার ইনচার্জ(ওসি)মীর খায়রুল কবির, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, পূজা উৎযাপন
পরিষদের সহ সভাপতি সূনিল কুমার সাহা, সহ সভাপতি হরেন্দ্র নাথ রায়,উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটার সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, পূজা উৎযাপন
পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়, মাস্টার উত্তম পাল,
কোষাধ্যক্ষ রামলাল দত্ত, পৌর পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার অধিকারীসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা, আগামী ১১ অক্টোবর সোমবার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয়
দূর্গাপূজার মহাষষ্টীর পূর্নলগ্ন থেকে ১৫ অক্টোবর শুক্রবার মহাবিজয়া
দশমীর উৎসব উপভোগ করতে সকল হিন্দু ধর্মালম্বীদের সৌহার্দ্য ও শান্তিপূর্ন
পরিবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় ও সরকার নির্দেশিত আইনের প্রতি শ্রদ্ধা
রেখে আনন্দভাগ করার আহবান জানান।
উল্লেখ্য, এ বছর কলারোয়ায় পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ৪৪ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা উৎসব উৎযাপিত হতে যাচ্ছে বলে জানা যায়। এর মধ্যে ৫টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ন বলে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শারদীয়া দূর্গা পূজায় শান্তি-শৃংখলা বজায় রেখে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান।