দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ ও সমবায় সমিতি লিঃ আয়োজনে মৃত্যুকালীন ও অবসর পরবর্তী সুবিধার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সুবিধাভোগী প্রতিনিধিসহ ৩ জন শিক্ষককে ওই চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার আসাদুজ্জামান আসাদ,মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা শাহানাজ পারভিন, শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির মিঠু, কল্যাণ সমিতির কার্য নির্বাহী সদস্য শিক্ষিকা শাহানাজ খাতুন, হাবিবুল্যাহ, অফিস সহকারী আব্দুল জলিলসহ সুবিধা ভোগী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক অবসর পরবর্তী সুবিধায় ৮১ হাজার ৫১৫ টাকা, সমিতি থেকে স্বেচ্ছায় অবসর কাজীরহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ৭৩ হাজার ৬৬৭ টাকা ও কে,এইচ,কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আব্দুল ওহাবের মৃত্যুতে তাঁর স্ত্রী শিরিনা আক্তারকে ১ লাখ ৮ হাজার ৫৬২ টাকার চেক প্রদান করা হয়।