দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায়
সমিতি লিঃ-এর বার্ষিক আডিট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার(২১
সেপ্টেম্বর) সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ২০২০-২১’ অর্থ বছরের
অডিট কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা সমবায় অফিস’র
দায়িত্বপ্রাপ্ত অডিট অফিসার অনিমেষ কুমার দাস।
দীর্ঘ এক বছরের অডিট কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। কার্যক্রমকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ,
সাবেক সভাপতি প্রধান শিক্ষক সামছুল হক, সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা স্কাউট’র কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক সমিতি’র সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক
আব্দুর রকিব, যুগ্ম সম্পাদক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, শিক্ষক নেতা ও সাংবাদিক দীপক শেঠ, কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য শাহানাজ পারভীন, সাবেক সদস্য শামছুর রহমান লাল্টু, সদস্য হাবিবুল্লাহ খান, অফিস সহায়ক আব্দুল জলিল, পলাশসহ সমিতি’র সদস্যবৃন্দ।