আজমল হোসেন বাবু, কলারোয়া পৌর প্রতিনিধি : কলারোয়া শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুল হকের পিতা প্রয়াত শামসুর রহমান সরদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়ন এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) জুম্মা নামাজের পর রায়টা আমিনিয়া দাখিল মাদরাসা ময়দান সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর আলি।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবু দাইয়ান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাস্টার আমজাদ হোসেন, শাহ আলম, আব্দুল্লাহ আল মামুন, পারভেজ কবির, অফিস স্টাফ নিয়াজ খান, সোহেল হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ সহ অসংখ্য মুসুল্লীগণ। দোয়ানুষ্ঠান শেষে মুসল্লিগণ মরহুমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর, বৃহস্পতিবার রাতে আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন শিক্ষকের পিতা রায়টা গ্রামের শামসুর রহমান সরদার (৮০)।