দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডেটাবেজ
প্রণয়ন ও ইউআইডি(টওউ) প্রদানে ২দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন
করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (৯ নভেম্বর)
সকাল ১০ টায় গার্লস পাইলট হাইস্কুল হল রুমে প্রশিক্ষণের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
জুবায়ের হোসেন চৌধুরী।
এষ্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের (ওঊওগঝ) আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, আইসিটি শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শিক্ষক শামসুর রহমান লাল্টু।
উল্লেখ্য, ২ দিন (৯-১০ নভেম্বর) ব্যাপি শিক্ষক প্রশিক্ষণে ২ শিফটে সকাল
১০ থেকে সাড়ে ১২ টা ও বেলা ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ
কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।