দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে এইস,এস,সি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে সাফল্য অর্জন করেছে। কলেজের তথ্য মতে, সম্প্রতি এইসএসসি-২১’ (উচ্চ মাধ্যমিক) পরীক্ষার প্রকাশিত ফলাফলে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে বিভিন্ন বিভাগ থেকে ৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
এর মধ্যে জিপিএ (গ্রেড) এ প্লাস প্রাপ্ত ৪৮ জন, এ গ্রেড প্রাপ্ত-১৫৯ জন,
এ- ৭৬ জন, বি,৩৪ জন, সি, ৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অপর ২ জন
পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন না করায় অকৃতকার্য হয়। শতকরা পাশের
হার-৯৯.৩৮ ভাগ।
ফলাফলে মোট ১৫ জন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ছাত্রী হাজেরাতুন কোবরা উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে বলে জানা যায়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুন জানান, শিক্ষকদের প্রচেষ্টায় এ
বছর শিক্ষার্থীদের সাফল্যে আমরা মুগ্ধ। তিনি কলেজে পঠন-পাঠন সহ শিক্ষার পরিবেশ বজায় রেখে ধারাবাহিক ফলাফলের সাফল্যকে অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থী সহ সকলের সহযোগীতা কামনা করেন।