দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ সহ বিভিন্ন কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২ মার্চ) সকাল ১১ টার দিকে উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে কলেজ মিলনায়তনে নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুলের পাপড়ি দিয়ে বরণ শেষে অতিথিদের ফুলেলে শুভেচ্ছা জানানো হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তুতিয়া খাতুনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ রেজাউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইউনুছ আলী, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। অনুরুপভাবে, কলারোয়া সরকারী কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ সহ বিভিন্ন কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।