1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 12:00 am

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • আপডেট সময় Friday, March 25, 2022

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের আয়োজনে জাতীয় গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন। সভায় প্রধান অতিথি হিসাবে গণহত্যা দিবসের স্মৃতিচারণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

স্মৃতিচারণে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা সহ বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। তিনি জাতীয় গণহত্যা দিবসের কাল অধ্যায়ের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মের কাছে ভয়ালতম রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে
ধরার আহবান জানান।

সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক কমরেড আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুস আলী খান, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদ্াৎ হোসেনসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews