দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সম্মানিত শিক্ষক- কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বডির প্রথম সভায় সভাপতিত্ব করেন নব- নির্বাচিত গভার্নিং বডির সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় কলেজের আয়-ব্যয়, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা- পর্যালোচনা ও কলেজের শিক্ষার মান উন্নয়নে একাধিক বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সচিব অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুন নব- নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
সভায় শারীরিক অসুস্থতার কারনে ঢাকা থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শেখ আমানুল্লাহ’র জ্যেষ্ঠ পুত্র অবসরপ্রাপ্ত অধ্যাপক এস,কে সাইয়েদুল ইসলাম বাবু, বিদ্যোৎসাহী সদস্য(জাঃবিঃ) পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বিদ্যোৎসাহী সদস্য(ডি,জি) কপাই সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হাসান রেজা(কামাল), বিদ্যোৎসাহী সদস্য(যঃবোঃ) প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বিদ্যোৎসাহী সদস্য (কারিগরি) প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ, হিতৈষী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অভিভাবক সদস্য সহকারী অধ্যাপক শান্ত কুমার পাল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক জাকাতুল্লাহ, চিকিৎসক সদস্য ডাক্তার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুস আলী খান,প্রভাষক শেফালী রানী বসু।
সভাটি পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম ও সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন। পরিচালনা পর্ষদের মিটিং শেষে কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব নব- নির্বাচিত সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের উপস্থিতিতে শিক্ষক- কর্মচারীদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি রবিউল আলম মল্লিক রবি, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,আ’লীগ নেতা মাহফুজুর রহমান সহ সূধিবৃন্দ।
সব শেষে কলেজের সহকারি অধ্যাপক মাওলানা এন্তাজ আলীর পরিচালনায় প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শেখ আমানুল্লাহ সহ প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা ও শুভাকাঙ্খীদের সুস্থতা কামনায় এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।