দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সন্ত্রাসীদের আঘাতে উত্তর বাটরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(২৬ জুলাই) বেলা ১২ টার দিকে (স্কুল চলাকালিন) জালালাবাদ ইউনিয়নের উত্তর বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
আহত প্রধান শিক্ষক সহিদুল ইসলাস(৪৮) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষক উপজেলা লাঙ্গলঝাড়া ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের মৃতঃ জহির উদ্দীনের পুত্র।
জানা গেছে, প্রধান শিক্ষকের সাথে স্কুলের সহকারী শিক্ষকদের একাংশের দ্বন্দে সন্ত্রাসীদের ছত্রছায়ায় মারপিটের মতো জঘন্য ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাফিজুর রহমান নিশান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে এসে অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের সহযোগীতায় আহত প্রধান শিক্ষককে চিকিৎসা নিতে সরকারী হাসপাতলে ভর্তি করা হয় ।
এ দিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান বিষয়টিকে নিন্দা জানিয়ে বলেন, আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে সরকারী নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিন্দনীয় ও দুঃখজনক ঘটনার কথা বলে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস জানান, ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষকের মারপিটের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হযনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ গ্রহন করা হবে।