দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আকবর হোসেন মোল্লার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) বিকালে চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে কুলখানী অনুষ্ঠিত হয়। কুলখানীতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, মসজিদের ইমাম ও আলেমসহ অসংখ্য মুসুল্লিগণ অংশ গ্রহন
করেন।
উল্লেখ্য, আলহাজ্ব আকবর হোসেন মোল্লা (৮৭) ২০১৬ সালের (৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন(ইন্না..রাজেউন)।
মৃত্যকালে তিনি ৪ পুত্র ,৫ কণ্যা, জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জীবদ্দশায় শিক্ষকতাসহ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখেছেন বলে এলাকাবাসী জানায়।