আজমল হোসেন বাবু, কলারোয়া পৌর প্রতিনিধি : কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রয়াত সোহেল রানা কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যশোর’র কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)।
সাংবাদিক এমএ সাজেদ জানান, মঙ্গলবার(২৯ নভেম্বর) মৃত্যুবার্ষিকীর দিনে নিজ বাড়িতে স্বল্প পরিসরে কাঙালি ভোজের ব্যবস্থা করা হয়। এছাড়া কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আগামী শুক্রবার চেড়াঘাট জামে মসজিদে জুম্মা নামাজ শেষে প্রয়াত সোহেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান আয়োজন করা হয়েছে।