দীপক শেঠ,কলারোয়া : কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্র জানা যায়, সোমবার(১৭ জুলাই) থানা পুলিশের চৌকস দল পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।  অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী তুলশিডাঙ্গা গ্রামের মাজেদুল ইসলামের পুত্র ইমামুল ইসলাম নূরানী ও তার স্ত্রী পাপিয়া সুলতানকে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে সিআর মামলায় গ্রেফতার হয়েছেন কিসমত ইলিশপুর গ্রামের হযরত আলীর ছেলে আলতাফ কারিগর, ধানদিয়া গ্রামের আইচ উদ্দীনের ছেলে জাহিদ হাসান ও বসন্তপুর গ্রামের মশিয়ার রহমানের মেয়ে মঞ্জুয়ারা খাতুন।
থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *