1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 1:25 am

কলারোয়ায় সিংগা মাধ্য. বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান

  • আপডেট সময় Monday, June 13, 2022

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বহুড়া- বলিয়ানপুর, সাতপোতা, হুলহুলিয়া, (বিএসএইচ) সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২২’ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ জুন) বেলা ১ টার দিকে স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণি, অভিভাবক প্রতিনিধি মাস্টার আব্দুল আলিম, আনোয়ার হোসেন, বাবলু আক্তার, আশুতোষ সরদার, সালমা খাতুন ও মাস্টার আব্দুস সবুর, মাস্টার স্বপন সরকার, বিদায়ী শিক্ষার্থী শিহাব উদ্দীন, রিফাত শাহারিয়ার শিশির সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।  সব শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা স্কুলের স্মৃতি রক্ষার্থে সিলিংফ্যান সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় । অনুরুপভাবে স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদেরকে স্কেল, কলম সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এ বছর স্কুল থেকে ৯২ জনের মধ্যে ৫৯ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews