দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিফাত শাহারিয়ার শিশির এস,এস,সি’তে জিপিএ-৫ (এ প্লাস) গ্রেডে উত্তীর্ণ হয়ে স্কুল শ্রেষ্ঠ ও গার্লস পাইলট হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের মেধা তালিকায় সাফল্য লাভ করেছে।
সম্প্রতি যশোর বোর্ডের এসএসসি-২২’ পরীক্ষার প্রকাশিত ফলাফলে সিংগা হাইস্কুল থেকে ১৭ জন জিপিএ-৫ প্রাপ্ত’র মধ্যে প্রথম স্থান অধিকার ও কলরোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ১৫০ জন জিপিএ -৫ উত্তীর্ণদের মধ্যে রিফাত শাহারিয়ার শিশির বিজ্ঞান বিভাগে ১১৫০ নম্বর এর মধ্য থেকে ১১০১ নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান লাভ করেছে। মেধাবী ছাত্র শিশির কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের ঠিকাদারী ব্যবসায়ী গোলাম সরোয়ার ও গৃহিনী সেলিনা খাতুনের কনিষ্ঠ পুত্র।
সে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক স্তরে আরো ভাল ফলাফল করে উচ্চ শিক্ষা লাভ করে অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শিশির সিংগা হাইস্কুলের শিক্ষক- শিক্ষার্থী, বাবা, মা, শুভাকাঙ্খী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া প্রার্থনা করেছেন।