দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার( ১০ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ঘটনার স্মৃতিচারন করেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার। স্কুলরে শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য ওসমান গণি।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুুল ইসলাম, সহকারী শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, অফিস স্টাফ শাহিদা খাতুন ও ইশারুল ইসলাম সহ শিক্ষার্থীবৃন্দ।

কবিতা প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে দশম শ্রেণীর মুন্নি খাতুন, তন্ময় ও আফরোজা খাতুন, সংগীত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী ১০ শ্রেণীর কল্পনা খাতুন, ২য় স্থানে ৭ম শ্রেণীর শান্ত ও ৩য় স্থান অধিকারী ৮ম শ্রেণীর মারুফা আক্তারকে পুরস্কৃত করা হয়।

এ দিকে, অনুরুপভাবে সোনাবাড়িয়া হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী হাইস্কুল, মডেল হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *