দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল
গফ্ফারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) কর্মজীবনের শেষ দিনে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীরা অবেগঘন পরিবেশে প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক আব্দুল গফফারকে বিদায় সংবর্ধনা জানান।

মাদ্রাসার হলরুমে বিদায় অনুষ্ঠানে দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণে
শিক্ষক আব্দুল গফফার বলেন, সহকর্মীসহ সকল শিক্ষার্থীর ভালবাসা, শ্রদ্ধায়
আমার শিক্ষকতা জীবনের পরিপূর্নতা লাভ করেছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করে আগামীতে প্রতিষ্ঠানের সকল সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্মতিচারণ শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ
বজলুর রহমান। মাদ্রাসার সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে
বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *