দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র দাফন ও সৎকার টিমের সদস্যদের কার্যসম্পাদনে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে তরুন সমাজ সেবক, ড্রিম ভিশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন তপু কিছু পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, আইশিল্ড, গ্লাভস প্রদান করেছেন । প্রদানকালে তিনি সেবা’র দাফন ও সৎকার টিমের কাজে
উৎসাহ প্রদান করেন এবং পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
প্রদত্ত সামগ্রী গুলো গ্রহন করেন, কলারোয়া সেবা’র দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস, সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সদস্য সচিব মাস্টার মিজানুর রহমান, দাফন ও সৎকার টিমের সদস্য ফারুক হোসেন স্বপন, আমিরুল ইসলাম, সোহেল রানা বাবু, কাজল দেবনাথ।
সেবা’র পক্ষ থেকে ড্রিম ভিশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন তপুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর আগে সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির অনুরূপভাবে ‘সেবা’ সংঠনকে মাস্ক প্রদান
করেন বলে জানা যায়।