দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’কে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। নারানগঞ্জের বি,এম,স্কুল ও বন্দর গালর্স
স্কুলের ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা মানবিক সেবায় অক্সিজেন সিলিন্ডার সেট,
মাস্ক , এন-৯৫, গ্লাভস ও অক্সিজেন টিউব প্রদান করেছেন।
রবিবার (১ আগষ্ট) সকালে সাতক্ষীর এক্সপ্রেস পরিবহন কাউন্টারে সেবা’র অস্থায়ী কার্যালয়ে সুরক্ষা সামগ্রী প্রদানে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়ার সন্তান মনজুরুল হক, সিজান, প্রাক্তন ফুটবলার রবিউল ইসলাম।
সামগ্রী গ্রহন করেন, সেবা’র উপদেষ্টা এডঃ শেখ কামাল রেজা, আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সদস্য সচিব মাস্টার মিজানুর রহমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, দাফন টিমের সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটু, হোসাইন, ইমন হাবিব, জাহিদ হোসেনসহ সদস্যবৃন্দ।
প্রসঙ্গত: কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র তত্ত্বাবধানে রবিবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর সদরের আব্দুল লতিফ(৮০) মৃত্যুবরণ (ইন্না..রাজেউন) করায় তাঁর দাফন কার্যসম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।