দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১
(তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক সু-প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শপথ প্রাপ্ত সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,
আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, আ’লীগ নেতা আব্দুস সালাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদসহ অসংখ্য স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।