দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সোনারবাংলা কলেজ পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ”লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
সভাপতির বক্তব্যে তিনি, শিক্ষার্থীদেরকে উন্নত মূল্যবোধের অধিকারী এবং সর্বক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী তৈরী করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন এজন্য এই কলেজের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের কর্মকর্তাগণ প্রতিজ্ঞাবদ্ধ। তিনি প্রতিষ্ঠানের নিয়ম-শৃংখলা ও শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানের উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঞ্জুয়ারা বেগমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক জিয়াউর রহমান জিয়া, হিতৈষী আব্দুল ওয়াদুদ, দাতা সদস্য ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য ইয়ারুল ইসলাম, আজিজুল হক, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মাহাফুজুর রহমান, প্রভাষক ফারহানা জেসমিন, আমন্ত্রিত অতিথি নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালসহ শিক্ষক ও সূধিবৃন্দ।