দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার সোনাবাড়িয়ায় স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ইউএনও জুবাযের হোসেন চৌধুরীকে বিদায় সংবর্ধনা ও অসহায়- দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৮ রমজান শনিবার(৩০ এপ্রিল) বিকালে সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সদ্য অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য সাদ্দাম হেসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওঃ ফারুক হোসেন। সংবর্ধণা অনুষ্ঠান শেষে স্থানীয় এতিম শিশু ও অসহায়- দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।