দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় স্বামীর দা’র কোপে স্ত্রী নিহত হয়েছে। পলাতককালে খুনি স্বামী আব্দুল আলিম পুলিশের খাঁচায় বন্দী হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার( ৮ মার্চ) বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শাহাজুল ইসলামের ছেলে আব্দুল আলিম(৩৮) এর সাথে তার ৭ বছরের বিবাহিত স্ত্রী নাজমা খাতুনের (৩৬) পারিবারিক অশান্তি সৃষ্টি হয়।

অশান্তির এক পর্যায়ে স্বামী আব্দুল আলিম রাগান্বিত হয়ে স্ত্রী নাজমা খাতুনের গলায় ধারালো দা’র কোপে মাথা বিচ্ছিন্ন করে দেয়। স্ত্রীর মৃত্যু বুঝতে পেরে খুনি স্বামী আব্দুল আলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাজীরহাট বাজারে পুলিশের হাতে আটক হয়। এ রিপোর্ট লেখার সময়, থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান খুনিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

পরবর্তীতে তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের পর আপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

উল্লেখ্য, নিহত মহিলার প্রথম পক্ষের ২ ছেলে ও দ্বিতীয় পক্ষের খুনি স্বামীর ১ কন্যা(০৫) সন্তান রয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেন জানান। তিনি আরো জানান, হত্যাকারারী পরিবারে অতীতে এমন নির্মম ঘটনার দৃষ্টান্ত জনমনে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *