দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’কে মানবিক সেবায় উপহার হিসাবে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান করলেন আমেরিকা প্রবাসী মাহবুব হোসেন বিপ্লব। তিনি কলারোয়ার ক্রীড়া সংগঠক, অভিক্ষ রেফারি ও পরিবহন ব্যবসায়ী সেবা সংগঠনের সদস্য মিয়া ফারুক হোসেন স্বপনের স্নেহভাজন সহোদর ভাই।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সেবা’র অস্থায়ী কার্যালয়ে মানবদরদী গর্বিত ভাই বিপ্লবের পাঠানো উপহার সামগ্রী সেবা’র কর্মকর্তাদের হাতে প্রদান করলেন বড় ভাই স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন সেবা সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, কপাই সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়া ব্যক্তিত্ব নিয়াজ খাঁনসহ সেবা’র সদস্যবৃন্দ।

উপহার সামগ্রী গ্রহন শেষে, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন জানান, মানবদরদী কলারোয়ার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ছোট ভাই মাহবুর হোসেন বিপ্লবের(ছোট) ‘করোনা ভাইরাস প্রতিরোধসহ মুমূর্ষু রোগীদের সেবাদানে যে মহানুভবতার পরিচয় দিয়েছে এ জন্য সংগঠনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছি।

তিনি অতীতে এই স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’কে যে সকল মহৎ ব্যক্তিবর্গ অক্সিজেন সিলিন্ডার প্রদানসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে সংগঠনের কার্যক্রমের গতিশীলতা ও মানুষের স্বাস্থ্য সেবা দানে উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও ধন্যবাদন্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ দিকে, একই দিন সকালে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মুমূর্ষু রোগী তাছলিমা খাতুন(৭০)’র চিকিৎসায় জরুরী ভিত্তিতে সেবা সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *