দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার(৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে
যশোর-সাতক্ষীরা মহসড়কের উপজেলার রঘুনাথপুর মোবাইল টাওয়ার মোড় সংলগ্ন এলাকায়।
নিহত যুবকের নাম জাকির হোসেন (৩৫)। সে হেলাতলা ইউনিয়নের হেলাতলা গ্রামের আব্দুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানায়, জাকির হোসেন কাজীরহাট এলাকা থেকে বাই সাইকেল যোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলাতলা বাড়িতে আসার পথে রঘুনাথপুর টাওয়ার মোড়ে পৌঁছালে যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকেচাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি
পালিয়ে যেতে সক্ষম হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।