দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক চাউল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ী স্বপন পাল(৫০) পৌরসভাধীন তুলশিডাঙ্গার গোগ গ্রামের মৃত অধীর পালের পুত্র। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(৬ জানুয়ারী) যশোর-সাতক্ষীরা মহাসড়কে হেলাতলার রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
পারিবারিব সূত্রে জানা যায়, পৌরসভা বাজারের চাউল ব্যবসায়ী স্বপন পালের দোকানে হালখাতার জন্য সাইকেল যোগে বৃহস্পতিবার সকালে বিভিন্ন ক্রেতাদের কাছে নিমন্ত্রণ পত্র পাঠাতে যায়। যশোর-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে চলার পথে সকাল ৯ টার দিকে ব্রজবাকসা বাজার অতিক্রম করে রঘুনাখপুর প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে পিছন থেকে আসা ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীবাহি গাড়িটি ধাক্কা দেয়।
এ সময় স্বপন পাল পাকা রাস্তায় পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎিসা দিতে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সরকারি হাসপাতালে প্রেরণ করেন।
সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে সনাতন ধর্মীয় নেতা স্বপন পালের মৃতদেহ দমদম শ্মশানে অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেনে।
স্বপন পালের মৃত্যুতে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ রায়, জুয়েলারি ব্যবসায়ী তপন রায় সহ চাউল ব্যবসায়ীগণ ও এলাকার সকল পেশার মানুষ শোক প্রকাশ করেন।