দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় আলিফ নামে ৩ বছরের এক শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দূর্ঘটনায় আহত যাত্রী খাদিজা খাতুন (৩৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা দেড়টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তালসারি মোড় নামক স্থানের সড়কে। মৃত্যু শিশু আলিফ বোয়ালিয়া গ্রামের ভ্যান চালক মিন্টু সরদারের পুত্র। আহত খাদিজা খাতুন একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শিশু আলিফ দাদির সাথে রাস্তা দিয়ে হেঁটে পুকুরে গোসল করতে যাচ্ছিলো। এমন সময় কলারোয়া থেকে বোয়ালিয়া অভিমুখে যাওয়ার পথে একটি ইন্জিন ভ্যান তালসারি নামক স্থানে পৌঁছালে ভ্যানের সাথে শিশুটি ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে চাকার তলায় পিষ্ট হয় এবং ভ্যানটি উল্টে পড়ে গেলে ভ্যানের মহিলা যাত্রী আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক ভাবে শিশুটিক সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। দূর্ঘটনা কবলিত ভ্যানের যাত্রী খাদিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন অভিযোগ না আসায় জিডি মূলে ব্যবস্থা গ্রহন করা হয়। দিনমজুর ভ্যান চালক মিন্টু সরদারের ৩ বছরের শিশু পুত্র আলিফের অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।