দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি পালন না করার অপরাধে হাফিজা ক্লিনিকে আর্থিক জরিমানা করা হয়েছে। রবিবার(৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে পৌর সদরের কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগোনেস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে পৌর সদরের হাফিজা ক্লিনিকে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি অনুসরন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। আদালতের কাজে সহায়তা করেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, মানুষের স্বাস্থ্য সেবায় কোনভাবে সরকারী নির্দেশনা অমান্যকারী ও স্বাস্থ্যবিধি পালন না করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন কার্যক্রম অব্যাহত থাকবে।