দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সদ্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট হোমিও চিকিৎসক আনিছুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে বৃহষ্পতিবার
(২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ মিলনায়তনে দোয়া অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানপূর্বক আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন হোমিও কলেজ পরিচালনা কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিকের সভাপতিত্বে ও ডাক্তার হাবিবুর
রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক এমএ ফারুক, প্রতিষ্ঠাতা
সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আশিকুর রহমান, প্রয়াতের পুত্র শফিকুর রহমান, হোমিও ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার জাফর সাদিকসহ প্রয়াতের পরিবারের সদস্যবৃন্দ ও
শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জিয়াউল
ইসলাম যুক্তিবাদী।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারস্থ নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ডাক্তার আনিছুর রহমান (৯০) মৃত্যুবরণ(ইন্না..রাজেউন) করেন।