দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিশিষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসক ও পূজারী ব্রাক্ষ্মণ অরুন ভট্টাচার্য (৬০) শেষ নিঃশ্বাস (পরলোক) গমন করেছেন। প্রয়াতের পুত্র ক্যানভ্যাস মার্কেটিং এর ব্যবস্থাপনা পরিচালক অমিত কুমার ভট্টাচার্য(ফাল্গুন) জানান, তার পিতা অরুন ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ কিডনী সহ বিভিন্ন জঠিল রেগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ৩ টার দিকে পৌর সদরের সরকারি কলেজ মোড়স্থ নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। তিনি সাতক্ষীরা জজ কোর্টের মুহুরী পাঁচু গোপাল ভট্টাচার্যে’র প্রথম পুত্র সন্তান।
মৃত্যুকালে বাবা, মা, স্ত্রী, ২ পুত্র, ৪ ভাই, ২ বোন, পৌত্র, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১ টার দিকে পৌরসভাধীন মুরারীকাটি শ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া (দাহ) কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিশিষ্ঠ হোমিও চিকিৎসক ও কলারোয়া (কলেজপাড়া) দক্ষিনপাড়া কালীমাতা মন্দিরের সহ সভাপতি পূজারী ব্রাক্ষ্মণ অরুন ভট্টাচর্যের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে এসেছেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, নারী কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক অসিম কুমার ঘোষ, ডাক্তার দীন আলী শেখ, ব্যবসায়ী রফিকুল ইসলাম,
সাংবাদিক আরিফ মাহমুদ, বিশিষ্ঠ ব্যবসায়ী সন্তোষ কুমার হালদার, গোবিন্দ হালদার, শামিম হোসেন, সংগীত শিল্পী বিশ্বনাথ দেবনাথ, পূজারী পরিমল রায় চৌধুরী, সংগীত শিল্পী শিলা রানী হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মন্ডল, প্রকৌশলী মৃত্যুঞ্জয় বর্মন, শিক্ষক উৎপল সাহা, শিক্ষক উজ্জল মুখার্জী, মাস্টার গোপাল চন্দ্র ভট্টাচার্য, সনাতন ধর্মীয় নেতা রনজিৎ কুন্ডু, অলোক রায়, দেবু রায়,শ্যামল চক্রবর্তী, গোলক মন্ডল, প্রনব চক্রবর্তী, শুভাশীষ চক্রবর্তী, নারায়ন নন্দী, কানু কুন্ডু, সুকুমার বিশ্বাস, পরিতোষ বিশ্বাস,আদিত্য বিশ্বাস,অনাথ কুন্ডু, নিমাই মজুমদার,উত্তম আচার্য, হারান পরামানিক সহ অসংখ্য গুনগ্রাহী।