দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ১০ ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ব্রিফিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে ব্রিফিং করেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুনসহ নির্বাচনে দায়িতপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, রির্টানিং অফিসারবৃন্দ, বিজিবি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা, ২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিতব্য উপজেলার ১০ ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলাসহ নির্বাচনী সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান। ব্রিফিং শেষে ৫ রির্টানিং অফিসারদের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের মাঝে ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সামগ্রী প্রদান করা হয়েছে।