দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ১২ নং যুগিখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের সমার্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুগিখালী বাজারস্থ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
তিনি ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী জনমানুষের সেবক বর্তমান চেয়ারম্যান রবিউল হাসানকে পুন:রায় আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।
তিনি, ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও
নৌকা প্রতীকের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করতে সকল তৃণমূল নেতা-কর্মীদের
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ভোটারদের পাশে দাঁড়িয়ে নির্বাচনী মাঠে কাজ
করার অনুরোধ করেন।
যুগিখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল বাশারের সভপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতিকের প্রার্থী রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,
সাবেক আ”লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আকি, উপজেলা যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্নাসহ উভয় ইউনিয়নের অসংখ্য আ’লীগ কর্মী-সমার্থকবৃন্দ।