দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, প্রাণী সস্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি সম্প্রসারন অফিসার ইমরান সরকার, উপ-সহকারী কৃষি অফিসার আবির হোসেন, যুব উন্নয়ন অফিসের রতন হাজরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগী কৃষকবৃন্দ।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে রবি সৌসুমী গম, ভুট্রা, সরিষা, খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নে উপজেলার তালিকাভূক্ত ১৭ শ’৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ওই সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত সারের মধ্যে ডিএপি(ডাই- অ্যামোনিয়াম ফসফেট) ১৮. ৯ মেঃটন, এমওপি -(মিউরেট অব পটাশ) ১৭.৪ মেঃ টন ও সরিষার বীজ ১ হাজার ৫০ কেজি, ভূট্টা-৩০০ কেজি,গম- ১ হাজার কেজি, খেসারি ৩ শ ২০ কেজি বীজ বলে জানা যায়।