দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তালিকাভূক্ত ১৯৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ওই শীতবস্ত্র( কম্বল) বিতরন করা হয়।
মঙ্গলবার(২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে শীতের উপহার শীতবস্ত্র( কম্বল) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি রুলী বিশ্বাস।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইবাদুল্যা হক, বীর মুক্তিযোদ্ধা আমানুল্যা খান, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন সহ উপহার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ ও পরিবারের সদস্যবৃন্দ।