দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত নারী চেযারম্যান বিশাখা তপন সাহাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। জয়নগর ইউনিয়নের ধানদিয়া ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে ধানদিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগ সভাপতি খালিদ হাসান টিটু। সংবর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউপি’র নব নির্বাচিত উপেজলার প্রথম নারী চেয়ারম্যান বিশাখা তপন সাহা।
প্রধান বক্তা ছিলেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, জয়নগর ইউনিয়ন ” উন্নয়নের রুপকার স্বপ্নদ্রষ্টা স্বামী প্রয়াত ইউপি চেয়ারম্যান তপন সাহার অসামাপ্ত কাজ সম্পন্ন করতে আমি বদ্ধপরিকর।
এই ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করতে সর্বস্তরের ইউনিয়নবাসিকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। প্রয়াত ইউপি চেয়ারম্যান স্বামী তপন সাহার আত্মার শান্তি কামনা করতঃ নির্বাচনী জয়কে উৎসর্গ করে, তিনি আ’লীগ নেতা, কর্মী, সমর্থকসহ ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।