দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া হাসপাতালে ২৮ জনের নমুন পরীক্ষায় নতুন করে ৪
ব্যক্তির করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে আক্রান্তের হার শতকরা ১৪ ভাগ।

শনিবার(৩ জুলাই) কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস’র নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিনের মধ্যে আক্রান্তের হার আজ কিছুটা নিন্মমুখি। নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন- পৌর সদরের তুলশীডাঙ্গার নূর ইসলামের পুত্র নাজমুল হোসেন (৩১), লাঙলঝাড়া ইউনিয়নের লাঙলঝাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী আনোয়ারা (৪৫) এবং যশোরের ঝিকরগাছার বাকড়া
গ্রামের আরহান মন্ডলের পুত্র আজিবর রহমান (৬৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *