দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৩দিনে আরো ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট) উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২০ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। শনাক্তের হার
শতকরা-২৫ ভাগ।

করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র সৌমিক আহমেদ (১৬), কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের কালিপদ দাশের স্ত্রী অঞ্জলি দাশ (৫৫), হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী আঞ্জুয়ারা (৬০), লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের শুকচানের পুত্র যতিন (৫০) ও কুশোডাঙ্গা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের নওশের আলীর স্ত্রী মাজেদা খাতুন (৬০)।

এ দিকে, গত ২দিনে (শনিবার ও রবিবার) ৩৮ জনের নমুনা পরীক্ষায় আরও ৫
জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মোতাহার হোসেন জানান, শনিবার(৭আগষ্ট) করোনা শনাক্ত ৩ ব্যক্তি হলেন, পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের খান ইসতিয়া জান্নাত(১৬), কেরালকাতার ইউনিয়নের ইলিশপুর গ্রামের নাজমিন নাহার(৩০) ও কলারোয়ার আরিফুজ্জামান(৩৮)। অনুরুপভাবে রবিবার (৮আগষ্ট) করোনা পজিটিভ শনাক্ত ২ ব্যক্তি হলেন, চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সিনথিয়া (০৮) ও কেরালকাতার বহুড়া গ্রামের আসমা খাতুন(৩৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *