দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৩৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২ জনের করোনা পজিটিভ হওয়ায় শনাক্তের হার নিন্মমুখি। সোমবার (৫ জুলাই) ৩৪ জনের মধ্যে কলারোয়া হাসপাতালে র ্যাপিড এন্টিজেন কিটসে ১ জন শনাক্ত ও অপর ১ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘এদিন কলারোয়া হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সাতক্ষীরা পিসিআর টেস্টে ৫ জনের নমুনা পরীক্ষায় ১জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার প্রায় ৬ শতাংশ।’

এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- র ্যাপিড এন্টিজেন কিটসে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের মৃত জোনাব উদ্দিনের পুত্র আবুহার রহমান (২২) ও পিসিআরে দেয়াড়া গ্রামের মৃত আকরম আলী খানের স্ত্রী মোছা. লুৎফুন্নেছা (৮৫)।

‘করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের উপর গুরুত্বরোপ’ করেছেন ডাক্তার জিয়া।

উল্লেখ্য, রবিবার(৪ জুলাই) ১ জনের করোনা পজিটিভ রিপোর্টসহ গত কয়েকদিনের করোনা শনাক্তের হার কিছুটা কমেছে বলে জানা যায়। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *