দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় “৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২২’র শুভ উদ্বোধন করা হয়েছে। ‘ফাস্ট ফুডের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষার্থী মাহফুজুর রহমান।
শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় সভায় ও মেলায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবির, মাস্টার জাহাঙ্গীর হোসেন, প্রদীপ বিশ্বাস, সালাউদ্দীন, হুমায়ুন কবির মিঠু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক – ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ জাতীয় বিজ্ঞান মেলা স্থানে উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের অংশগ্রহনে অবস্থিত বিজ্ঞান বিষয়ক স্টল পরিদর্শন করেন। পরে সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।