দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের ৫০তম জাতীয়
শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী)
সকাল ১০ টায় জোন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগীতা শেষে উপজেলা পর্যায়ের
প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ
আমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী
মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, প্রধান শিক্ষক রুহুল আমীন, আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, ক্রীড়া শিক্ষক মাহফুজা খানম, রিনা ঘোষ, শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শিরিনা আক্তার, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, স্বপন মজুমদার সহ ক্রীড়া শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বালিকা ভলিবল খেলায় কয়লা হাইস্কুল চ্যাম্পিয়ন ও কাজীরহাট বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। পরে একই ভ্যেনুতে ৪টি জোনে যথাক্রমে পৌর সদর(সরকারি হাইস্কুল মাঠ),কয়লা মাধ্যমিক বিদ্যালয়, কামারালী মাধ্যমিক বিদ্যালয় ও বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুল মাঠ থেকে বিভিন্ন খেলায় নির্বাচিত ৩ প্রতিযোগীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের সকল এ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাগুলি উপভোগ করেন পৌর মেয়র ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ,
প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, মাস্টার
আব্দুস সবুর, আজিজুর রহমান, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম,
জাহাঙ্গীর হোসেন, স্বপন সরকার, আব্দুস সালাম, সাংবাদিক সরদার জিল্লুর
রহমান, জাহাঙ্গীর আলম সহ শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।
মাঠে সকল খেলার ধারাভাষ্যে ও পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন।