দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২৪’ পালিত হয়েছে। দিবসটি পালনে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(২ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। সভায় উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, বিআরডিবি’র সভাপতি সাইফুল্যাহ আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম সোহেল, উপজেলা জামায়াতের আমীর মাও: কামরুজ্জামান, প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, শ্রেষ্ট সমবায় সমিতির কর্মকর্তা শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আরএম ফুয়াদ, শেখ সবুজ হোসেন, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির কর্মকর্তা শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধী ও সমবায়ীগণ।

অনুষ্ঠানে সমবায়ে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৫টি সমবায় সমিতিকে সম্মান স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *