দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশি অভিযানে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সাহেব আলী মোড়ল(৪৫)।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই রঞ্জন কুমার মালো ও এসআই রাজিব কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনপুর সীমান্তে অভিযান পরিচালনা করেন। শুক্রবার(৮ এপ্রিল) রাতে অভিযানকালে কাঁদপুর গ্রাম্য এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিল সহ সাহেব আলী মোড়লকে আটক করা হয় । সে কাঁদপুর গ্রামের মৃতঃ মান্দার মোড়লের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (৯ এপ্রিল) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।