দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় নতুন করে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। শতকরা শনাক্তের হার ৬২.৫ ভাগ। অনুরপভাবে গত ৩ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনের মধ্যে ১৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানা যায়।
জানা গেছে, শনিবার করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, তানিয়া খাতুন (৪৮), কামরুন নাহার (৬০), সাদিয়া জেরিন মিম (২৫), সাজু আহমেদ (২৮) ও নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে কর্মরত ব্যক্তি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকলকে সরকারি ৫ দফা নির্দেশনা অনুসরন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে মাস্ক পরিধান ও সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রাখার আহবান জানান।