দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর দিগং মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
তিনি, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার আনছার আলীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এই ইউনিয়নে কোন মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত না করায় আজও ইউনিয়নবাসী অবহেলিত।
স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের মহাসড়কে পৌঁছাত হলে তিনি ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষকে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিতব্য ভোটে হেলাতলা ইউনিয়নের সকল আ’লীগ
নেতা-কর্মীদের ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী
মাঠে কাজ করার আহবান জানান।
ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নৌক প্রতীকের প্রার্থী সরদার আনছার আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, কেরালকাতা আ’লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, হেলাতলা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক প্রভাষক আরিজুল ইসলাম, আ’লীগ নেতা সাহেব আলীসহ অসংখ্য কর্মী-সমার্থকবৃন্দ।