দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আরো ১৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরমধ্যে নারী হলেন ৯ জন। বুধবার (১৬ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়িাউর রহমান জানান, কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষা করে ৭ জনে ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন করে ১০জন ও ফলোআপ পরীক্ষায় সম্প্রতি আক্রান্ত ২জনের আবারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, করোনা পজিটিভি শনাক্ত ব্যক্তিদের বাড়িতে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে। তিনি সকলকে মাক্স ব্যবহার, সামাজিক দূরত্ব রেখে চলাচলসহ স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রাখার আহবান জানান।

ফলোআপের ২জনসহ করোনা পজিটিভ শনাক্ত নতুন ব্যক্তিরা হলেন- র‌্যাপিড এন্টিজেন কিটস টেস্টে পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৩৪), হেলাতলা ইউনিয়নের খলশী গ্রামের হোসনেআরা (৩০) ও সোনাবাড়িয়া গ্রামের মিতালী হালদার (২৮), পিসিআর ল্যাবে পৌরসভাধীন মুরারীকাটির মুত্তাফিক বিল্লাহ (৩৩), তুলশীডাঙ্গার সাবিনা আক্তার (৩২),

সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুরের সেলিনা খাতুন (৩৫), কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টার সুন্দরী খাতুন (৬১), লাঙ্গলঝাড়ার আফরোজা (৩৫), কয়লা ইউনিয়নের আলাইপুরের সালমা (২৭), কুমারনলের আসমা খাতুন (৩০), কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গার সাওদাদ সরদার (৬৮), কলারোয়ার আতাউর (৩০) ও আসমা খাতুন (৩৫), পিসিআর ল্যাবে ফলোআপ পরীক্ষায় পৌরসভাধীন ঝিকরা গ্রামের সিরাজুল হক (৬২) এবং সোনাবাড়িয়া ইউনিয়নের বেলী গ্রামের আল নাজিব মাহফুজ (১৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *