দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সহধর্মিণী মহিলা আ’লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœার আশু রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) জোহর নামাজ বাদ কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে আ’লীগের উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে করোনা ভাইরাসে আক্রান্ত আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন ও সহধর্মিনী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার দ্রুত সুস্থতা কামনা করা হয়। সাথে সাথে প্রাণঘাতি এ ভাইরাসের প্রকোপ থেকে দেশ ও জাতির মুক্তিসহ কল্যান, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল ও সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি জানান, গত ১২ জুন শনিবার থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সহধর্মিণী মহিলা আ’লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার করোন ভাইরাস পজিটিভ হওয়ায় চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে পৌর আ”লীগ ও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ সভাপতি-সম্পাদক এলাকা ভিত্তিক সকলকে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় ও সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।