দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মুরারীকাটি গ্রামের হাবুজেল মোড়ে রোববার(২২ আগষ্ট) আছর নামাজ বাদ অনুষ্ঠিত দোয়াটি পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর পিতা প্রবীন আ.লীগ নেতা আনোয়ার হোসেন সরদার, উপজেলা আ’লীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, আ’লীগ নেতা সাইদুর রহমান এমপি, সাবেক ছাত্রলীগ
নেতা সরদার ইমরান হোসেন, মাওলানা আলী আহম্মাদ, হাফেজ নাদিম হুসাইন, আজিজুল ইসলাম, জবেদ আলী, সাহাজদ্দিন, আব্দুল লতিফ, আনিছুর রহমান, রবিউল ইসলামসহ মুসুল্লীগণ।
উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু সম্প্রতি ঢাকার ইউনাইটেড হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।